হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এডমিট কার্ড ডাউনলোড ২০২২ [অফিস সহায়ক]
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এডমিট কার্ড ডাউনলোড ২০২২ প্রকাশ [অডিটর, অফিস সহায়ক]
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এডমিট কার্ড ডাউনলোড করুন – বিভিন্ন পদের এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে । এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে খুব সহজেই আপনি সিএজি এর নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন । অনেকদিনের অবসান ঘটিয়ে অবশেষে দেওয়া হয়েছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী । এখন প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে, এডমিট কার্ড তথা প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে ।
At a glance
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এডমিট কার্ড প্রকাশ ২০২২
২২ ডিসেম্বর, ২০২১ তারিখ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী । তার মাঝে রয়েছে জুনিয়ার অডিটর, অডিটর, অফিস সহায়ক, কম্পিউটার টাইপিস্ট । যে পদ গুলোর নিয়োগ এমসিকিউ পরীক্ষা আগামী ৭ জানুয়ারী, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে । বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত উক্ত নিয়োগ পরীক্ষা মোট ৭০ নম্বরের মাঝে নেওয়া হবে । নোটিশের মাধ্যমে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে । এবং ইতোমধ্যেই প্রার্থীদের মোবাইলে এসএমএস করে এডমিট কার্ড ডাউনলোডের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ।
প্রতিষ্ঠান নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়-অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
পদের নাম এবং শূন্যপদ:
১. নিরীক্ষক – ৫৩৮
২. জুনিয়র অডিটর – ৪৫৭
৩. অফিস সোহায়ক – ২৫৫
৪. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – ০৮
৫. ক্যাশিয়ার – ০১
৬. তত্ত্বাবধায়ক – ০১
৭. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ৪০
৮. কম্পিউটার টাইপিস্ট – ৫৪৪
৯. টেলিফোন অপারেটর – ১
১০. ড্রাইভার – ১
১১. ফটোকপি অপারেটর – ১৬
১২. দফতরী – ৬
১৩. বাছাই – ২০
১৪. নিরাপত্তা প্রহরী – ১৩
মোট শূন্যপদ: ১৯০১
পরীক্ষার তারিখ: অফিস সোহায়ক ০৭ অক্টোবর, ২০২২
পরীক্ষার সময়: বিকাল ৩ থেকে ৪.০৫ টা
পরীক্ষার ধরন: এমসিকিউ (বহু নির্বাচনী)
সিএজি জুনিয়ার অডিটর, অফিস সহায়ক, কম্পিউটার টাইপিস্ট পদের প্রবেশ পত্র ২০২২
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশের পর এবার প্রকাশ করা হল প্রবেশ পত্র । যে প্রবেশ পত্রের মাধ্যমে প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন । এবং একই সাথে জানতে পারবেন, কোথায়, কত নম্বর রুমে তাঁদের কেন্দ্র বা আসন পরেছে । তাই যেসকল প্রার্থীরা জুনিয়ার অডিটর, অডিটর, অফিস সহায়ক, কম্পিউটার টাইপিস্ট সহ অন্য যেকোনো পদের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাঁরা প্রবেশ পত্র ডাউনলোড করে নিবেন ।
আরও দেখুন ➤ সিজিডিএফ অডিটর পদের এডমিট কার্ড
যেভাবে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করবেন
সিএজি বা হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের চাকুরীর নিয়োগ পরীক্ষায়, যারা অংশ নিবেন তাঁদের এখন আমরা দেখাবো, কিভাবে আপনি এই পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করবেন । খুব সহজে উপায়ে আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ।
- এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে সিএজি এর এডমিট কার্ড সংগ্রহ করার ওয়েবসাইটে; http://cag.teletalk.com.bd
- এবার এসএমএস এ আসা ইউজার আই ডি দিন
- তারপর পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটুনে ক্লিক করে, ডাউনলোড করে নিন – কাঙ্ক্ষিত পদের এডমিট কার্ডটি
উপরের অংশে দেখানো পদ্ধতিতে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে যদি কারো কোন সমস্যা হয় । তবে নিচের বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, ইনশা আল্লাহ্ দ্রুত সাহায্য করা হবে । সকলের ভালো পরীক্ষা ও ফলের প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ্ হাফেজ ।