Sports

মেসির জন্মদিন কবে? লিওনেল মেসির জন্মদিন নিয়ে ছবি, পিক, ইউস, শুভেচ্ছা, ছন্দ, বাণী

মেসির জন্মদিন কবে? লিওনেল মেসির শুভজন্মদিন নিয়ে ছবি, পিক, ইউস, শুভেচ্ছা, ছন্দ, বাণী

লিওনেল মেসির জন্মদিন নিয়ে ছবি, পিক, ইউস, শুভেচ্ছা, ছন্দ, বাণী

At a glance

মেসির জন্মদিন কবে?

আর্জেন্টিনার রোজারিও শহরে হোর্হে মেসি ও সেলিয়া কুচেত্তিনির সংসারে এসেছিল তৃতীয় সন্তান হিসেবে ১৯৮৭ সালের ২৪ জুনে জন্ম গ্রহণ করে মেসি । স্বাভাবিক বাচ্চাদের মত ছিল না সেই ছেলের বাল্যকাল । দৈহিক অস্বাভাবিকতা ধরা পড়ে খুব ছোট্ট থাকতেই। সেই অস্বাভাবিকতা জয় করে গত প্রায় ২ দশক করে ফুটবল মাঠে একের পর এক অস্বাভাবিক ঘটনার জন্মই দিয়েছেন হোর্হে ও কুচেত্তিনির তৃতীয় সন্তান। নাম তার লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। পায়ের জাদুতে পুরো ফুটবল বিশ্বকেই মাতিয়ে রাখা সেই লিওনেল মেসির জন্মদিন ২৪ জুন।

লিওনেল মেসির জন্মদিন নিয়ে নতুন ছবি, পিক, ইউস, শুভেচ্ছা, ছন্দ, বাণী

ফটবল যদি কোন আর্ট হয়,তাহলে তার আর্টিস্ট হল লিও।

ফুটবল যদি কোন শিল্প হয় তাহলে তার শিল্পী লিও।

ফটবল যদি কখনো অনুভব করি তাহলে তুমি আমার অনুভুতি লিও।

ফটবল খেলা যদি কোন রাজ্য হয় তাহলে তুমি সেখান কার রাজা লিও।

Many Many happy return of the day Lieo

birthday

messi

leo

লিও মেসির ক্যারিয়ারের কিছু ইতিহাস

*ফূটবল ইতিহাসে সর্বোচ্চ ব্যালন ডিওর জয়ী (৭)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দ্যা বেস্ট ম্যান্স প্লেয়ার জয়ী (৬)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী(৬)
*ফুটবল ইতিহাসে একজন প্রফেশনাল স্টাইকার না হয়েও যৌথভাবে সর্বোচ্চ প্লে মেকার জয়ী(৪)
*লা লীগায় সর্বোচ্চ পিচিচ ট্রফি জয়ী (৮)
*দক্ষিন আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার(৮৬)
*আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার (৮৬)
*উয়েফা চ্যাম্পিয়ন লীগের ২য় সর্বোচ্চ গোলদাতা (১২৫)
*উয়েফা চ্যাম্পিয়ন লীগে ৬ বার সর্বোচ্চ গোলদাতা
*বিশ্বকাপজয়ী দেশের বিপক্ষে ২য় সর্বোচ্চ গোলদাতা (১৬)
*ফিফা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ড্রিবল (১১০)
*দশকের সর্বোচ্চ গোল স্কোরার (৫৭৯)
*দশকের সর্বোচ্চ ড্রিবল কম্পলিট করা প্লেয়ার (১৮২৬)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরিং এর গড় (০.৭৯)
*চলতি শতাব্দির মেজর টূর্নাম্যান্টে সর্বোচ্চ ফাইনাল খেলা (৫)
*৪ টি মেজর টুর্নামেন্ট গোল্ডেন বল জয়ী (যদিও একটি রিজেক্ট করে দিছে)
*ফুটবল ইতিহাসে ১ম খেলোয়াড় হিসেবে ১১০০ তম গোলে জড়িত হওয়া।
*২য় সর্বোচ্চ ট্রফি জয়ী
*২ টা মেজর ট্রফি জয়ী
*ফুটবল ইতিহাসে একক ক্লাবের হয়ে শীর্ষ-৫ লীগে সর্বোচ্চ গোল স্কোরার (৪৭৪)
*ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এসিস্ট প্রোভাইডার (৩৩১)
*মেজর টুর্নামেন্ট এ ১ টি গোল্ডেন বুট জয়ী
*একক প্লেয়ার হিসেবে ৩ টি ভিন্ন বিশ্বকাপে গোল্ডের বল জয়ী (ফিফা+অনুর্ধ-২০+ক্লাব)
*অলিম্পিক গোল্ড মেডেল জয়ী
*অনুর্ধ-২০ বিশ্বকাপ জয়ী
*লা লীগার সর্বোচ্চ গোল স্কোরার
*একক ক্লাবের সর্বোচ্চ গোল স্কোরার
*১১ টি লীগ চ্যাম্পিয়ন
*৪ টি উচল চ্যাম্পিয়ন
*ফুটবল ইতিহাসের ৩য় সর্বোচ্চ গোল স্কোরার (৭৬৯)
*ফুটবল ইতিহাসের একমাত্র প্লেয়ার যার রিয়াল মাদ্রিদ+ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি ছাড়া হেট্রিক আছে,,
*সক্রীয় প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৩য় সর্বোচ্চ গোল স্কোরার
*একমাত্র প্লেয়ার হিসেবে ক্লাব ও জাতীয় দলে ১ ম্যাচে ৫ গোল স্কোরার
*চ্যাম্পিয়ন লীগের ১ ম্যাচে সর্বোচ্চ গোল স্কোরার(বায়ার্ন লেভারকুসেন)
*ক্যালেন্ডার এ ১ বছরে সর্বোচ্চ গোল স্কোরার (৯১)

আজ সেই ফুটবলার টি ৩৫ বছরে পদার্পণ করল ।
আর অল্প কয়েক বছরে ফুটবলকে বিদায় জানাবে ।

আরও দেখুন ▶ আর্জেন্টিনা খেলা কবে ২০২২ [বাংলাদেশে Argentina সকল ম্যাচের তারিখ ও সময়সূচী]

EducationResultBD

I hope you are enjoying this article. Thanks for visiting this website & stay connected with us.

Related Articles

Back to top button