Routine

[সংশোধিত] ২০২২ সালের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ – পিডিএফ ডাউনলোড

২০২২ সালের এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ – পিডিএফ ডাউনলোড

২০২২ সালের এসএসসি পরীক্ষা রুটিন

বিসমিল্লাহির রাহমানির রাহিম, শুরু হতে চলেছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।

যে পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে ২১ লাখ ৫৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী, বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা কিছুটা কমেছে।

আপনারা সকলে অবগত আছেন যে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা হঠাৎ করেই পরীক্ষার দুই দিন আগে স্থগিত ঘোষণা করা হয়।

যার একমাত্র কারণ ছিল সিলেট-সুনামগঞ্জ সড়ক দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়ংকর বন্যাতে প্লাবিত হয়ে যায়।

আর এতে করেই আশঙ্কা মধ্যে পড়ে যায় এবারের এইচএসসি পরীক্ষা। কারণ ভয়াবহ বন্যার কারণে উক্ত জেলাগুলোর অনেক বসতবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

যার কারণে গত ১৯ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা আর আয়োজন করা সম্ভব হয়নি।

বসত বাড়ির পাশাপাশি শিক্ষার্থীদের বই খাতা সহ যাবতীয় জিনিসপত্র বন্যায় নষ্ট হয়ে যায়।

ssc new routine 2022

ssc exam routine

আরও দেখুন ❏

শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হয় ঐ সকল এলাকাগুলোর পুর্নবাসন করে বন্যার পানি নেমে যাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র হিসেবে এবং একইসাথে শিক্ষার্থীদের মধ্যে বই প্রদানের মাধ্যমে সাহায্য করা।

যার কার্যক্রম অনুসারে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর হাতে ১১ হাজার ৫ শত ১২টি বই তুলে দেয়া হয় এবং একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রক্রিয়াধিন।

কথা ছিল আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নেয়া হতে পারে এবারের এসএসসি পরীক্ষা।

কিন্তু আবহাওয়া বার্তা দেখা যায় আগস্ট মাসের শেষের দিকে আবারও হানা দিতে পারে দক্ষিণ অঞ্চলে বন্যার।

যার কারণে গত ১৯শে জুন শিক্ষামন্ত্রী সচিবালের বৈঠকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেন।

এর মাঝে পরীক্ষার রুটিন তৈরি কাজ চলমান অবস্থায় রয়েছে। জানা গেছে আন্তঃশিক্ষা বোর্ডের রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন অনুমোদন দিলে এক-দুদিনের মধ্যে রুটিন প্রকাশ করা হবে।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে তারা আন্তঃশিক্ষা বোর্ডের রুটিন হাতে পেয়েছে।

স্থগিত এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে? আজকের আপডেট খবর জানুন [নতুন রুটিন]

উল্লেখ্য যে ২০২২ সালের মতো এবারেও অর্থাৎ চলতি বছরের এসএসসি পরীক্ষা একই নিয়মে অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র এবার তিনটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা হবে, বিষয়গুলো হচ্ছে আইসিটি, ইসলাম ও কৃষি শিক্ষা।

পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মোট ২ ঘন্টা সময় দেয়া হবে যেখানে এমসিকিউ অংশে ২০ মিনিট এবং সৃজনশীলের জন্য ১ ঘন্টা ৪০ মিনিট।

EducationResultBD

I hope you are enjoying this article. Thanks for visiting this website & stay connected with us.

Related Articles

Back to top button