[ক, খ, গ ও ঘ সেটের প্রশ্ন সমাধান] প্রাইমারী ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২ [তৃতীয় ধাপ]
[ক, খ, গ ও ঘ সেটের প্রশ্ন সমাধান] প্রাইমারী ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২ পিডিএফ [তৃতীয় ধাপ]
প্রাইমারী ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২ [তৃতীয় ধাপ] । অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় তথা শেষ ধাপের পরীক্ষা । আজ দুই জুন, ২০২২ তারিখে মোট ৩১ জেলায় অনুষ্ঠিত হয় ৩য় ধাপের পরীক্ষা । উক্ত জেলায় সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নেয়া হয় এমসিকিউ প্রশ্নে এ পরীক্ষা । যেখানে প্রায় চার লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন । যারা পরীক্ষা শেষে এখন আজকের অর্থাৎ প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্নসহ সমাধান পেতে চাই । তাই তাদের জন্য আমরা প্রণয়ন করেছে তৃতীয় ধাপের প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নসহ সঠিক সমাধান ।
প্রাইমারী ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২
প্রাইমারি তৃতীয় ধাপের এমসিকিউ পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে । যা লিখিত পরীক্ষা হলেও এমসিকিউ প্রশ্নপত্র এর উপর নেয়া হয়েছে । যে প্রশ্ন মোট চারটি বিষয়ের উপর ভিত্তি করে প্রণয়ন করা হয় । যেখানে মানবিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বেশি এগিয়ে থাকে । কারণ উক্ত প্রশ্নগুলো বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণজ্ঞান বিষয়ে করা হয় । আর আমরা জানি যে, মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এ বিষয়গুলোতে অনেক ভালো করে বাণিজ্য শাখার থেকে । তবে আমরা সকল শাখা এবং সকল প্রার্থীদের জন্য আজকে অনুষ্ঠিত প্রাইমারি ৩য় ধাপের প্রশ্ন সমাধান দিয়েছি ।
ক, খ, গ ও ঘ সেটের প্রাইমারী তৃতীয় ধাপের প্রশ্ন সমাধান ২০২২
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রতিটি ধাপেই মোট চারটি সিটের উপর অনুষ্ঠিত হয় । যেখানে প্রতিটি বেঞ্চ এবং প্রার্থী ভেদে আলাদা আলাদা প্রশ্ন সরবরাহ করা হয়ে থাকে । যার একমাত্র কারণ হচ্ছে কোন কোন প্রার্থী যেন একে অপরের দেখে পরীক্ষা দিতে না পারে । মূলত এ কারণেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ক, খ, গ এবং ঘ সেটের প্রশ্ন করা হয় । প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এই অংশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তথা প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষায় সকল সেটের প্রশ্নের সমাধান দিয়েছি । এতে করে আপনি যে সেটের প্রশ্নপত্রে পরীক্ষায় দিয়ে থাকুন না কেন খুব সহজেই এখান থেকে আপনার উত্তরগুলো মিলিয়ে নিতে পারবেন ।
১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো? গ. ১২৩
২। He is jealous — my prosperity. খ. of
৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? উ. ক
৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে- উ খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত? উ গ. ৩:৪
৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?
ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক
৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ
৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী? গ. ৭৫
৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট? গ. ১৩
১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? খ. কনসার্ট ফর বাংলাদেশ
আরও দেখুন ▶ প্রাইমারি ৩য় ধাপের রেজাল্ট ২০২২ কবে দিবে?
আশা করছি আপনি উপরের অংশ হতে প্রাইমারি ৩য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ দেখতে এবং মিলিয়ে নিতে পেরেছেন । আপনাদের সকলের ভাল ফলাফলের প্রত্যাশায়, আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ । কর্তৃপক্ষ: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)