Info

আরবি নববর্ষ ২০২২ কবে, কত তারিখে বাংলাদেশে পালিত হবে, হিজরী নববর্ষ ১৪৪৪

[দেখুন] আরবি নববর্ষ ২০২২ কবে, কত তারিখে বাংলাদেশে পালিত হবে, হিজরী নববর্ষ ১৪৪৪

আরবি নববর্ষ কবে

বিসমিল্লাহির রাহমানির রাহিম, আশাকরি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভাল এবং সুস্থ রয়েছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে। আর তা হচ্ছে আরবি নববর্ষ, হিজরি নববর্ষ নামেও পরিচিত। আমরা আলোচনা করব আরবি নববর্ষ ২০২২ কবে, কত তারিখে বাংলাদেশে পালন করা হবে। এতে করে আমরা সঠিক তারিখ ও সময় ইসলামিক নতুন বছরটা উদযাপন করতে পারব।

At a glance

আরবি নববর্ষ ২০২২ কবে?

আরবি নববর্ষ মুসলিম হিসেবে আমাদের গর্ব ও অহংকার এর প্রতীক। আরবি নববর্ষের সাথে জড়িয়ে রয়েছে ইসলামের অনেক অনেক ইতিহাস। ইসলামের বিভিন্ন ঘটনা ও ইতিহাস থেকেই আরবি নতুন বছর বা দিনক্ষণ, মাস গণনা শুরু করা হয়েছে। তাই একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের বাংলা এবং ইংরেজি বাদে আরবি নববর্ষকে অত্যাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন এবং তা উদযাপন করা জায়েজ রয়েছে। পক্ষান্তরে বাংলা ও ইংরেজি নববর্ষ পালন করা আমাদের জন্য হারাম। ২০২২ সালের আরবি নববর্ষ ইংরেজি তারিখ মোতাবেক ৩১ জুলাই রোজ রবিবারে।

১৪৪৪ আরবি নববর্ষ কত তারিখে বাংলাদেশে পালিত হবে

আমরা জানি যে, আরবিতে ও বাংলা ও ইংরেজি পঞ্জিকা বা ক্যালেন্ডার এর মত ১২ টি মাস রয়েছে। উক্ত বারটি মাসের মধ্যে শেষ মাস জিলহজ মাস। তারপরেই আরবি নতুন বছরের শুরু হয় মহরম মাসের মধ্য দিয়ে। যে মহরম মানুষকে আল্লাহ নিজের মানুষ বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় মহররম মাসের চাঁদ দেখা। যেখানে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা মোতাবেক আজ ৩১ শে জুলাই, ২০২২ তারিখ আরবি নববর্ষের অর্থাৎ মহরম অর্থ (মর্যাদাপূর্ণ) মাসের ১ম দিন বা তারিখ। তাই স্বাভাবিকভাবেই আজ রবিবার ৩১শে জুলাই বাংলাদেশ পালিত হবে আরবি নববর্ষ ১৪৪৪।

হিজরী নববর্ষ ১৪৪৪ শুভেচ্ছা, স্ট্যাটাস, মেসেজ, ক্যাপশন, ছবি ২০২২

হিজরী নববর্ষ ১৪৪৪

মহানবী হযরত মুহাম্মদ (সা) এর হিজরতের মধ্য দিয়ে গণনা শুরু করা হয়েছে হিজরী সনের।ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর(রাঃ) এর শাসনকালে হযরত আলী (রাঃ) বেশ কয়েকজন সাহাবি মিলে শুরু করেন মাস গননা। ইসলামের দ্বিতীয় খলিফা প্রস্তাব করেছিলেন যে রাসুলের হিযরতের ঘটনার পর থেকে গণনা করা হবে সাল। সকল ধরণের সাহাবীরা মিলে তার দেওয়ার এই প্রস্তাব স্বাগত জানান। এবং ১৪৪০ সন থেকে মূলত হিজরি সন গণনা শুরু হয়েছে।

আশা করছি উপরের অংশের তথ্য ইতিমধ্যেই আপনারা জেনেছেন আরবি নববর্ষ ২০২২ কবে, কত তারিখে বাংলাদেশে পালিত হবে। সকলকে আরবি নববর্ষ ১৪৪৪ এর শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।

EducationResultBD

I hope you are enjoying this article. Thanks for visiting this website & stay connected with us.

Related Articles

Back to top button